বংশগতির ধারক ও বাহক ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) স্থানান্তরের মাধ্যমে প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করতে পারে, প্রাণীজগতে এমন উদাহরণ একেবারেই হাতে গোনা। যৌনক্রিয়ার মাধ্যমে একদিকে বাড়ে জিন বৈচিত্র, তেমনি প্রতিরোধ হয় ক্ষতিকারক জিন বিবর্তন। কিন্তু কোনো রকমের যৌনক্রিয়া ছাড়াই ৮ কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। এজাতের কেঁচোগুলোর মধ্যে পুরুষ কোনো কেঁচো নেই, বরং সবগুলোই স্ত্রী লিঙ্গের। খাবার হিসেবে এদের পছন্দ বিভিন্ন ফাংগাস আর ব্যাকটেরিয়া। ফাংগাস আর ব্যাকটেরিয়া ডিএনএ নিয়ে নিজের জেনেটিক কোডে মিশিয়ে নেয় রোটিফার ওয়ার্ম। বিজ্ঞানীরা মনে করছেন, ওই ডিএনএর অ্যান্টিওক্সিডেন্টের কারণেই টিকে রয়েছে রোটিফার ওয়ার্ম।
মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩
বছরের অদ্ভুত আবিষ্কার
বংশগতির ধারক ও বাহক ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) স্থানান্তরের মাধ্যমে প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করতে পারে, প্রাণীজগতে এমন উদাহরণ একেবারেই হাতে গোনা। যৌনক্রিয়ার মাধ্যমে একদিকে বাড়ে জিন বৈচিত্র, তেমনি প্রতিরোধ হয় ক্ষতিকারক জিন বিবর্তন। কিন্তু কোনো রকমের যৌনক্রিয়া ছাড়াই ৮ কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। এজাতের কেঁচোগুলোর মধ্যে পুরুষ কোনো কেঁচো নেই, বরং সবগুলোই স্ত্রী লিঙ্গের। খাবার হিসেবে এদের পছন্দ বিভিন্ন ফাংগাস আর ব্যাকটেরিয়া। ফাংগাস আর ব্যাকটেরিয়া ডিএনএ নিয়ে নিজের জেনেটিক কোডে মিশিয়ে নেয় রোটিফার ওয়ার্ম। বিজ্ঞানীরা মনে করছেন, ওই ডিএনএর অ্যান্টিওক্সিডেন্টের কারণেই টিকে রয়েছে রোটিফার ওয়ার্ম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন