পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

নীল আর্মস্ট্রংদের চাঁদে অবতরণকে মিথ্যা ও সাজানো নাটক হিসেবে উল্লেখ করেছেন অনেকে। কোন কোন সমালোচক যুক্তি দেখিয়েছেন চাঁদে বাতাস নেই অথচ আর্মস্ট্রং দের অবতরণের দৃশে দেখা যায় মার্কিন পতাকা পত পত করে বাতাসে উড়ছে যা চাঁদে কোন ভাবেই সম্ভব নয়। ১৯৭৪ সালে বিল কেইসিন নামক এক লেখক নিজের পয়সা খরচ করে একটি বই ছাপান যেখানে তিনি বলেন মানুষ কখনও চাঁদে যায়নি। “ষড়যন্ত্র তত্ত” জোর হাওয়া পায় তখন থেকেই।১৯৭৮ সালে মুক্তি পাওয়া কাপ্রিকন ওয়ান মুভি থেকে বিতর্ক আরও বেরে যায়। আর ইন্টারনেট এর ব্যাপক সম্প্রসারণ এর জন্য “ষড়যন্ত্র তত্ত” গাথুনিও শক্ত হতে থাকে। অনেকেই মনে করে সেই সময়ে চাঁদে লোক পাঠানর মত প্রযুক্তি তখন যুক্তরাষ্ট্রের ছিল না। চাঁদে অবতরণের দৃশে পতাকা উড়তে দেখা , মানুষের ছায়াচিত্র উঠা মানুষ কে ধাধায় ফেলে দেয়। আর সবচেয়ে মজার ঘটনাটি হচ্ছে  চাঁদে অবতরণের ভিডিও ক্লিপটি হারিয়ে গেছে যা মানুষের সন্দেহ আরও বাড়িয়েছে।
তবে এই বিতর্ক সম্পর্কে আর্মস্ট্রং বলেছেন “মানুষ ষড়যন্ত্র পছন্দ করে।গুজব মানুষকে আকর্ষণ করে তবে আমি সেটি নিয়ে মাথা ঘামাইনা।কারন আমি জানি মানুষ একদিন আবার চাঁদে যাবে এবং আমি যে ক্যামেরা টি সেখানে ফেলে এসেছি সেটি উদ্ধার করে নিয়ে আসবে। ”