পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

ON THE WAY....

Today I see a heart touching thing. A 50+ aged women get on the bus with a request. She was an retired school teacher. Her husband is so sick. Her husband is now in hospital. Doctor told her that  operation is argent for her husband.  But she has no so much money to save her husband life.

At first I am confused of her speech. But after some word I am sure that she was a teacher. I am filling so much pain on this time. But I have not so much capability to do something for her husband. some people on the bus give her some money, the amount of money is so little.

This is the reality of life. If you want to see the crying of people you should walk with them. Poverty is a great problem for any country.The rich people should come to help them.The poor people can not enjoy the life. The need proper  help and proper support. So I request those people to come forward to help them and give them support. without the improvement of those people you can not think the improvement of your country.

Every person have a duty to help everyone's homeland. so help them.....

.......................

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

অলস বিকাল


          অলস বিকাল
একদিন কোন এক বিকাল বেলা
বসে আছি একা
অলস বিকাল বসে আছি বারান্দায়
ভাবছিলাম তোমার কথা
দেখছিলাম তোমায় নিয়ে নতুন কিছু সপ্ন
আমার ভুবন জোড়ে আছো তুমি
তাকবে আর কতদিন এরকম সপ্ন হয়ে
আসনা কেন তুমি আমার কাছে
দেওনা কেনও দেখা আমার সামনে
শুধু আসো আমার সপ্ন হয়ে
আমি একলা হলে আসো তুমি
আমার মনের গহীনে থাকবে তুমি
অচিন পাখি হয়ে
যখন নিসঙ্গতা আমায় নিয়ে খেলা করে
তখন কি তুমি থাকবে আমার পাশে
নিসঙ্গতাকে দূর করতে
পাবো কি তোমায় পাশে...?
সবাই না হয় নাহি চিনল আমায়
নাহি বুঝলো আমায়,
তুমি তো আমাকে জানও,বুঝো
তুমিও কি ছেড়ে যাবে আমায়
বুঝেও না বুঝা লোকদের মতো.......
............
নিরব
...................

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

সেই আমি


                 আমার নরবতা
                      রব

আমার কাছে যেইটা ভালো মনে করি
আমি তাই করি
আমি একটু কম কথা বলি
আমি জানি যে এটা একটা খারাপ গুন
কিন্ত আমি ছোটবেলা থাকে এরকম ছিলাম
কিন্তু এরকম করে আর কতদিন নিজেকে এগিয়ে নিয়ে যাবো
মাঝে মাঝে নিজেকে নিয়া খুব বেশি চিন্তা করি
কিন্তু জীবন টা এরকমই
মাঝে মাঝে খুব ভয় হয়
কিছু কি করা যাবে...
পারবো কি নিজেকে পরিবর্তন করতে
না সেই অপরিবর্তনীয় সবুজ ই থাকতে হবে
তারপর ও জীবন থেমে থাকে না...
জীবন তার আপন পথে চলতে থাকে,
সময় কখনও থামে থাকবে না,
কিন্তু এরকম নির্জীব হয়ে  কি..... 
জীবন এর পুরোটা পথ কি পাড়ি দিতে পারব.........??
হয়তো পারব,
না হয় পারতে হবে
আমার সবটুকু স্বপ্ন আমার পরিবার কে নিয়ে
তাদের অনেক  স্বপ্ন আমায় নিয়ে
আমি তাদের কিছুই দিতে পারি নাই
তারা এখনো আমায় নিয়ে স্বপ্ন সাঁজায়
তাই আমি কখনো তাদের ছাড়া অন্য কিছু ভাবতে সাহস পাই না
তারাই আমার সব
কখনো তাদের কে ছাড়া অন্য কিছু ভাবার অধিকার আমার নাই
তাই তাদের সপ্ন পূরণ এর জন্য আছি
পিছনে ফিরে তাকানোর আর এখন সময় নেই
সামনে চলার জন্য ছুটব
কত দুর যেতে পারবো জানি না
তবে হাল ছাড়বো না
জীবন টা সুন্দর করে সাজানোর আশায় আছি
যেখানে কোন হতাশা বা কষ্ট থাকবে না
আমি আছি সেই দিন গুলো এর অপেক্ষায়...।
                                                                                                

                                                                                               
                                                                                                      লেখক,
                                                                
                                                                   (আমার ছোটবেলার বন্ধু নীরব)










বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

সবুজ এর ব্লগ: HELP THEM

সবুজ এর ব্লগ: HELP THEM: The  cold season is going on. The weather is changing day by day. the weather is so bad now. Bangladesh is a beautiful country and seasonal...

HELP THEM

The  cold season is going on. The weather is changing day by day.
the weather is so bad now. Bangladesh is a beautiful country and seasonal country.
but some of our people are poor and they got so much pain in this cold season.
the weather condition is not so good at all. The poor people can not do their work due to bad weather.
So they can not earn money. They can not take their lunch and dinner as a square mill.

SO WE SHOULD HELP THEM FOR THE BETTERMENT OF OUR COUNTRY.
OTHERWISE THOSE PEOPLE ARE GOING TO DIE.
SO I REQUEST YOU ALL TO HELP THOSE PEOPLE.
HELP THEM..........
.................

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

সবুজ এর ব্লগ: আমার আমি

সবুজ এর ব্লগ: আমার আমি:         আমার মনের ঘরে একলা আমি খুজি তরে গহিনে পাইনা ত তোর দেখা পাইনা খুজে তোরে পাব কবে তোর দেখা আসবি কবে আমার কাছে যখন আমি...

রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

আমার আমি

 
 
 
 
আমার মনের ঘরে একলা আমি
খুজি তরে গহিনে
পাইনা ত তোর দেখা
পাইনা খুজে তোরে
পাব কবে তোর দেখা
আসবি কবে আমার কাছে
যখন আমি পারবো না হতে তর আপন
যখন আমি থাকবো না সেই আমি
যখন আমি হারিয়া যাবো
নীল অজানায়
আসবো না আর ফিরে
পাবি না আমায় খুজে
তখন কি বাসবি ভালো আমাকে
সেই আগের ই মত……।

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

জীবন বাঁচাতে তেলাপোকা

জীবন বাঁচাতে তেলাপোকা

যে তেলাপোকা দেখে আপনি নাক শিটকান, সেই তেলাপোকাই বাঁচাতে পারে আপনার মূল্যবান জীবন। জীবন্ত তেলাপোকা ব্যবহার করে বিজ্ঞানীরা তৈরি করেছেন রিমোট কন্ট্রোলড সাইবর্গ ককরোচ। এই সাইবর্গ তেলাপোকার কাজ হবে ভ‚মিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় আহত ব্যক্তিদের খুঁজে বের করা।

সবুজ এর ব্লগ: বছরের অদ্ভুত আবিষ্কার

সবুজ এর ব্লগ: বছরের অদ্ভুত আবিষ্কার:              ডিএনএর মাধ্যমে বংশবৃদ্ধি বংশগতির ধারক ও বাহক ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) স্থানান্তরের মাধ্যমে প্রজনন ছাড়াই বংশবৃ...

বছরের অদ্ভুত আবিষ্কার

             ডিএনএর মাধ্যমে বংশবৃদ্ধি

বংশগতির ধারক ও বাহক ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) স্থানান্তরের মাধ্যমে প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। প্রজনন ছাড়াই বংশবৃদ্ধি করতে পারে, প্রাণীজগতে এমন উদাহরণ একেবারেই হাতে গোনা। যৌনক্রিয়ার মাধ্যমে একদিকে বাড়ে জিন বৈচিত্র, তেমনি প্রতিরোধ হয় ক্ষতিকারক জিন বিবর্তন। কিন্তু কোনো রকমের যৌনক্রিয়া ছাড়াই ৮ কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে বিডিলয়েড রোটিফার ওয়ার্ম নামের একজাতের বিশেষ কেঁচো। এজাতের কেঁচোগুলোর মধ্যে পুরুষ কোনো কেঁচো নেই, বরং সবগুলোই স্ত্রী লিঙ্গের। খাবার হিসেবে এদের পছন্দ বিভিন্ন ফাংগাস আর ব্যাকটেরিয়া। ফাংগাস আর ব্যাকটেরিয়া ডিএনএ নিয়ে নিজের জেনেটিক কোডে মিশিয়ে নেয় রোটিফার ওয়ার্ম। বিজ্ঞানীরা মনে করছেন, ওই ডিএনএর অ্যান্টিওক্সিডেন্টের কারণেই টিকে রয়েছে রোটিফার ওয়ার্ম।