পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

কেন হয় এমন??

কথাগুলো হয়ত না বললেও হত। আমার রাগের তুলনায় আরেকটা মানুষের অশ্রু আমার কাছে অনেক মূল্যবান। আমি সবসময় চাই আমার দ্বারা যাতে কারো কষ্ট না হয়। কিন্তু কিছুই করতে পারি না। মানুষের উপকার করতে না পারি কিন্তু কখনো কষ্ট দিতে চাই না। আজকে রাগের মাথায় কাজটা করে ফেললাম। খুব স্বাভাবিক ভাবে চিন্তা করে বলেছিলাম কথাগুলো। কোন রাগ ছিল না। কিন্তু আমি যেরকম ভাবলাম হল ঠিক তার উল্টো। নিজেকেই অপরাধী মনে হচ্ছে। বাবার মুখে অনেকদিন হল ধমক খাই না। পূর্ণ হল সেই স্বাদ। আমিতো এরকম কিছু চাই নাই। বৃদ্ধ মানুষটি অনেক কষ্ট না পেলে তো এর কাঁদে নাই। মহিলার জন্য হোক বা মহিলার ব্যাবহারে হোক, আমি না বললেই হত। বাবার সেই চিরচেনা কথা, একটু না হয় কষ্ট করলি। সারাজীবন শুনে আসলাম। কষ্ট পেলেও বলা যাবে না। তাঁদের কাছেও বলতে পারি না। ...............।
...........................
.....................।
এরকম সবকিছু মেনে নেয়েই হয়ত জীবন চলে যাবে। সারাজীবন বয়ে বেড়াব। সবার কথা মেনে নিয়ে হয়ত আমারা পথচলা। আমার কথা না হয় ভুলই হল, তাই সবার কথাকে আমি সঠিক মেনে নিয়ে চলি। আমি যা মনে করি অন্য কাউকে বুজানো যায় না। অস্বাভাবিক মানুষের দলে পড়ে যায় অনেকেই। স্বাভাবিক সবাই যা ভাবে অনেকে হয়ত ওরকম নাও ভাবতে পারে। এমনটাই হবার কথা ছিল ????
............।।
........................ 

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

মানুষের আর্তনাত

মানুষ আসলেই খুব  অদ্ভুত একটা প্রানি
যখন যারে  ইচ্ছা তাকেই ব্যাবহার করি
স্বার্থ ছাড়া এক পাও আগাতে চাই না
স্বার্থ শেষ হলে, কর্ম  উদ্দার হলে
মানুষেরও প্রয়োজনও শেষ হয়ে যায় ...।

একজনকে ভোলার জন্য অন্য একজনকে সঙ্গী করি
আবার তাকে ভোলার জন্য অন্য একজনকে আনি
এরকম করে চলে নিজের মত খেলা
সেই খেলাই কেউ বা ডুবে যায়
যাকে আর ফেরানোর কোনও উপায় থাকে না............।
...............

কেউ কেউ তার সবটা দিয়ে চেষ্টা করে কাউকে খুশি করার জন্য
কিন্তু বিনিময় কি পায় সে,
তার অবদান কি এত ছোট............??


হয়ত মানুষ বলেই পারে
সবাই তা পারেনা, করেও না,
কেন এরকম করতে হয়,
...............।।
.....................।

কেউ কারো হাসিমুখ দেখার জন্য যুদ্ধ করে
কিন্তু হাসিমুখের বিপরীত দৃশ্য তার জন্য অপেক্ষা করে,
কেন করে এরকম.........??

যাদের কাছে এত টুকু মূল্য নাই
তাদের জন্য কেন এত প্রেম মানুষের......??