পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

RIP 2013

Happy new year for everyone.
Today is the 1st day of 2014.

I am so much grateful to ALLAH for 2013.
2013 is the best year of my life
Full of memories. Some sorrow matter also occurred.
After all I am so happy.
My dream come true and I get my loving person that was desired.
Every days of 2013 get colored by her.
Some  Special moments are also in 2013.
I am really so happy with 2013.
And Thanked this person for being with me.
She Helps me to give color in my life............

Some Great time passing with my best friends.
One nice tour with family members.
Many more unexpressed Feelings and so on...........

I wish 2014 will also colorful and memorable for me........
2014 comes as a well wisher,

2014 comes as lucky for all..
so Enjoy 2014 with joy and happiness.











New year


 

happy new year 2014....:)

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

রাগ (Angriness)

রাগ  (Angriness)

নিজের রাগ দেখলে নিজেরই ভয় লাগে
মানুষ কতটা খারাপ হতে পারে বুঝতে পারা যায়...।
রেগে গেলে ২ টা কাজ হয়
ব্রেইন একটা বলে,
মন একটা বলে,
কার কথা শুনবেন
পরে নিজের যা মনে হয় তাই করেন।
আপনার কাজ দেখে অনেকেই কষ্ট পাবে
আপনাকে সহমর্মিতা দেখাবে, সান্ত্বনা দিবে, বুঝানোর চেষ্টা করে।
আর অনেকেই খুশি হয়
তাও বুঝা যায়...অনেকটা অপ্রকাশিত সত্য
রেগে যাবার পর ওলটা পালটা অনেক কথাই বলি
যা আসে তাই বলি, মুখে যা আসে তাই,
এগুলু মুখের কথা,মনের কথা না।

আপনার বাবা মা শিক্ষক তাই আপনি খারাপ কিছু বলতে পারবেন না
কিছু করতে পারবেন না...।
ছোটবেলা থেকে শুনে আসতেছি...।

শিক্ষক সবসময় সম্মান এর পাত্র
তাঁদেরকে কেউ অসম্মান করে না।
কোন শিক্ষক কোন ছাত্রের অমঙ্গল চায় না
এটার বাস্তব উদাহরণ আমার বাব মা
কোন ছাত্রকে যদি ওলটা পালটা কিছু বলে
বাসায় গেলে তাঁদের অনুতপ্ত বোধ হয়।
ছাত্রের উচিত নিজের কাজের জন্য অনুতপ্ত হওয়া...।।












বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

১১-১২-১৩

আজকে ১১-১২-১৩
অনেক খুশির দিন
সকাল টাই জানান দিলো
যে তুমি নতুন এক পরচয় পেলে
এক নতুন  নাম

এরকম আর কখনো হয় নাই
আজকে ক্যান হলও
তারপরও নিজেকে ভাগ্যবান মনে হল...।

কালকে রাত এ একটা কথা শুনে
কিছু মনে হয় নাই
কিন্তু সকাল এ ঘুম থেকে ওঠার পর
কথা গুলো কানে ভেঁজে ওঠলো

যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নাই
তারা তো আপনার আপন না
তাদেরকে আপনার আপন মনে করাটা বোকামি

যাদের সম্পর্কের মাঝে স্বার্থ জড়িত
সেখানে রক্তের সম্পর্কও বৃথা
......।
পর কখনও আপন হয় না...??
......
......।।
সোনার ডিম পাড়া হাঁস শুধু ডিম পাড়ার জন্য
ভালোবাসা পাবার জন্য নয়
যতদিন সে ডিম দিতে পারবে
ততদিন ই তার প্রতি দয়া থাকবে
অন্যথায় তার কোনও গুরুত্ব নাই...।
.........................
মানুষের সাথেও অনেক মিল আছে এখানে...।।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

আশাবাদী...।

মাঝারি আয়ের পরিবারের ছেলে আমি
অনেক কষ্ট করে আজও একটা
ভালো অবস্থান তৈরি করার আশায় আছি
মাঝে মাঝে পকেট এর অবস্থা
অনেক খারাপ থাকে
বাসায় বার বার টাকা চাইতেই লজ্জা করে
অনেক আগে থেকেই
কিন্তু এখনো ভালো কিছু করতে পারি নাই
চাকরি তো আর বললেই হয় না
যোগ্যতা থাকা লাগে ।

টাকা ছাড়া জীবন এ কিছু সম্ভব না
ভালো কিছু করতে গেলে ই টাকা লাগে
টাকা ছাড়া আপনি সম্মানও পাবেন না
টাকা না থাকলে আপনাকে সমাজ এ গুনবে না
যাদের টাকা আসে তাদের ই সম্মান আলাদা
তারাই সমাজের সব
...।।
আমার ভালো কিছু করার ইচ্ছা অনেক ছোট থেকে
ভালো কিছু করবো
এখনো আশাবাদী আমি
...।
সাময়িক কিছু সমস্যা হবে
কিন্তু  ঠিক হয়ে যাবে...
...।
একদিন আমার সপ্ন  গুলো আমার সাথে সঙ্গি হবে
...
আর প্রিয়ও মানুষ গুলো কে নিয়ে আনেক খুশি থাকবো।
......

বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

কিছু কথা............@P

চোখের পানি ও অনেক সময় অবিমান করে
আসতে চায় না
অনেক কষ্ট করে চেপে রাখতে হয়
মানতে পারে না সে
অনেক কাছের মানুষ
যদি এরকম করে
তাইলে কষ্ট তো লাগবেই
আর যখন কষ্ট লাগে
চোখের পানি ও চলে আসে
............।।
.....................।
কিছু বলার থাকে না
শুধু ওপর এর দিকে তাকাই থাকা যায়
আর সাথে কিছু দীর্ঘশ্বাস ছাড়া
............।
মনে হয় ওপর এর ওনার সাথে কথা হচ্ছে
তার কাছে প্রার্থনা করা...।
...।।
এর পর ও ভালবাসি
ভালবাসবো ঠিক আগের মত
এখন ও ভালবাসি...।
............

যাকে ছাড়া নিজেকে চিন্তা করতে পারি না
তাকে ছাড়া ক্যামনে থাকবো...।।
......।
তোর ভালবাসার জন্য আজো আমি দাঁড়িয়ে ...।
একটু ভালবাসা পাবার আশায়......
আমার সব টুকু ভালবাসা তুকে দিলাম
........................।।
গ্রহণ করলে পুরটা নিস
নাইলে গ্রহণ করিস না
পুরটাই আমার থাকবে...।
....................................।।