পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

রাগ (Angriness)

রাগ  (Angriness)

নিজের রাগ দেখলে নিজেরই ভয় লাগে
মানুষ কতটা খারাপ হতে পারে বুঝতে পারা যায়...।
রেগে গেলে ২ টা কাজ হয়
ব্রেইন একটা বলে,
মন একটা বলে,
কার কথা শুনবেন
পরে নিজের যা মনে হয় তাই করেন।
আপনার কাজ দেখে অনেকেই কষ্ট পাবে
আপনাকে সহমর্মিতা দেখাবে, সান্ত্বনা দিবে, বুঝানোর চেষ্টা করে।
আর অনেকেই খুশি হয়
তাও বুঝা যায়...অনেকটা অপ্রকাশিত সত্য
রেগে যাবার পর ওলটা পালটা অনেক কথাই বলি
যা আসে তাই বলি, মুখে যা আসে তাই,
এগুলু মুখের কথা,মনের কথা না।

আপনার বাবা মা শিক্ষক তাই আপনি খারাপ কিছু বলতে পারবেন না
কিছু করতে পারবেন না...।
ছোটবেলা থেকে শুনে আসতেছি...।

শিক্ষক সবসময় সম্মান এর পাত্র
তাঁদেরকে কেউ অসম্মান করে না।
কোন শিক্ষক কোন ছাত্রের অমঙ্গল চায় না
এটার বাস্তব উদাহরণ আমার বাব মা
কোন ছাত্রকে যদি ওলটা পালটা কিছু বলে
বাসায় গেলে তাঁদের অনুতপ্ত বোধ হয়।
ছাত্রের উচিত নিজের কাজের জন্য অনুতপ্ত হওয়া...।।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন