পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

ভালোবেসে,সখী,নিভৃতে যতনে
আমার নামটি লিখো--
তোমার মনের মন্দিরে ।।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো--
তোমার চরণমঞ্জীরে
ভালোবেসে,সখী,নিভৃতে যতনে
আমার নামটি লিখো--
তোমার মনের মন্দিরে।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি--
তোমার প্রাসাদপ্রাঙ্গণে
মনে ক'রে সখী,বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী--
তোমার কনককঙ্কণে
ভালোবেসে,সখী,নিভৃতে যতনে
আমার নামটি লিখো--
তোমার মনের মন্দিরে।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো--
তোমার অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো--
তোমার ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো--
তোমার অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো--
তোমার অতুল গৌরবে
ভালোবেসে,সখী,নিভৃতে যতনে
আমার নামটি লিখো--
তোমার মনের মন্দিরে।।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো--
তোমার চরণমঞ্জীরে
ভালোবেসে,সখী,নিভৃতে যতনে
আমার নামটি লিখো--
তোমার মনের মন্দিরে।
------------------------------------
ডাউনলোড লিংক

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

new

When I see your eyes I see another world. I get so much pleasure.
I cannot express everything but you can understand this.
This is a good quality I think. But I want to tell you that you are so clever.
You can tell any matter after seeing my eyes.

I am on the way of my career. So I think you might help me to build a good future.
I want to see you as a well established person in future. A good future can help us.
I am struggling with some matter. I have to continue this struggling until my better position or good career.

So I am in tension and always in a fear. I am trying my level best.
So at last I think you will help me and also with me. so best of luck.

রুবিনের উদ্ভাবন

রুবিনের উদ্ভাবন


স্বপ্নযাত্রা ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্নযাত্রা
স্মার্টফোন মানুষের পকেটে পকেটে পৌঁছে যাচ্ছে। এই স্মার্টফোনকে জনপ্রিয় করে তুলেছে অ্যান্ড্রয়েড।

অ্যান্ড্রয়েড একটি অপরেটিং সিস্টেম যা টাচস্ক্রিন মোবাইল ফোনের জন্য তৈরি। আর এ অপারেটিং সিস্টেম তৈরির প্রধান উদ্যোক্তা অ্যান্ডি রুবিন। তাকে অ্যান্ড্রডের অন্যতম উদ্ভাবকও বলা হয়।

রুবিনের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। একজন মনোবিজ্ঞানীর সন্তান হিসেবে ছোটবেলা থেকেই বাবার প্রশ্রয়ে বেড়ে উঠেছেন। যখন যা ইচ্ছা করতে পেরেছেন। বাবা হঠাৎ একটি মার্কেটিং ফার্ম দিয়ে বসেন। বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের গেজেট তৈরি ও বিপণনের কাজ করতো ফার্মটি।

বাবার পাশে বসেই রুবিন কাজ শিখতেন। ছোটবেলা থেকে বিপণন এবং প্রযুক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় রুবিনের। হোরেস গ্রিলি হাই স্কুল থেকে ১৯৮১ সালে পড়াশোনা শেষ হয়ে ভর্তি হন ইউটিকা কলেজে। সেখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করেন। মেধাবী রুবিন ১৯৮৬ সালে স্নাতক শেষ করেন।

চাকরি জীবন শুরু করেন বিশ্বখ্যাত অ্যাপলে। সেখানে প্রকৌশল বিভাগে কাজ করতেন। তবে তার প্রধান উদ্ভাবন ছিল ম্যাজিক ক্যাপ। এটি ছিল মূলত হ্যান্ডহ্যাল্ড ডিভাইস। তবে এ উদ্ভাবনের ব্যর্থতার পর ভাবনা নতুন দিকে মোড় নেয়।

রুবিন ও তার দল আর্টিমিস রিসার্চ নামে একটি প্রতিষ্ঠান দিয়ে ওয়েব টিভি নিয়ে কাজ শুরু করেন। পরে ডেনজার নামে আরেকটি প্রতিষ্ঠান দাঁড় করান। মূলত সেখান থেকে অ্যান্ড্রয়েড কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেন রুবিন। তিনি এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে নতুন এই প্রযুক্তি বাজারে নিয়ে আসেন রুবিন। তবে প্রযুক্তিবাজারে সাড়া জাগানো অ্যান্ড্রয়েডের প্রতি আগ্রহ প্রকাশ করে গুগল। দীর্ঘ প্রচেষ্টার পর ২০০৭ সালের ১৭ আগস্ট মাসে রুবিন ও তার বন্ধুদের তৈরি করা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিনে নেয় গুগল।

বর্তমানে রুবিন গুগলের মোবাইল ডিভাইস কনটেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাষার মাসে ই-বুক

ভাষার মাসে ই-বুকে বাংলা বই


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে যখন পুরো বাঙালি জাতি বিভোর ঠিক তখনই ফেব্রুয়া‍রির প্রাণ, অমর একুশে গ্রন্থমেলায় উন্মুক্ত হলো পাঠক প্রিয় আনিসুল হকের ইবুক।

ভাষা ও সাহিত্য প্রেমিক প্রবাসী বাঙালিরা যখন সহজে এবং সুলভে সাহিত্য চর্চা করতে পারছেন না ঠিক তখনই ইবুক হিসেবে আইফোন ও আইপ্যাডে পড়ার জন্য ডিজিটাল বই বিক্রয় শুরু করল স্টার হোস্ট আইটি লিমিটেড।

এতে সায় দিয়ে প্রথমে মুহম্মদ জাফর ইকবাল তাঁর ইবুক প্রকাশ করেছিলেন, এরই ধারাবাহিকতায় এবার বইমেলায় ৫টি ইবুক উন্মুক্ত করেছেন জনপ্রিয় লেখক আনিসুল হক । ৫১ বর্তী, একাকী একটি মেয়ে, তিনি এবং একটি মেয়ে, ফাজিল ও ভালবাসা ডটকম ।

ইবুক পড়ার জন্য  স্মার্টফোন ব্যবহারে উন্নত বিশ্ব অনেক এগিয়ে থাকলেও আমরা এখন আর অতটা পিছিয়ে রইলাম না । ইবুক হিসেবে মোবাইল অ্যাপলিকেশনের ধারণা আমাদের দেশে নতুন হলেও আস্তে আস্তে সেটি আমাদের প্রত্যাহিক জীবনের অংশ হয়ে যাবে বলে আশা করা যায়।

ই-বুক সম্পর্কে আনিসুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এখন শুধু ছাপানো বই দিয়ে এত বাঙালির সাহিত্য পিপাসা মিটানো যাবে না। তাই ইবুক এ ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারবেন। নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত । স্টারহোস্ট প্রয়োজনের সময় ইবুক নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।

এ মাধ্যমে দেশে এবং বিশেষ করে প্রবাসী বাঙালিদের মাঝে বাংলা ভাষায় সাহিত্য চর্চার নতুন দিক উন্মুক্ত হলো। বরাবরই ডিজিটাল সংস্করণের ওপর লেখক এবং প্রকাশকদের পাইরেসি সংক্রান্ত ভীতি কাজ করে আসছে। বিভিন্ন সাইটে অনলাইন ই-বুক পাওয়া গেলেও দেখা গিয়েছে কোনোটিরই কোনো অনুমোদন নেই ।

এ সব ইবুকের মাধ্যমে লেখকরা তাদের সম্মানী পাচ্ছেন না বলে ই-বুকের ওপর লেখকদের মনে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে । কিন্তু এ প্রতিকূল প্রেক্ষাপটে আনিসুল হক এগিয়ে এসেছেন।

স্টার হোস্ট আইটির সিইও কাজী জাহিদ বলেন, ইবুক সংস্কৃতি এগিয়ে নিতে এবং ডিজিটাল প্রকাশনায় নিজের লেখনি তুলে ধরতে আনিসুল হক আমাদের উসাহ দিয়েছেন। পাইরেসি প্রতিরোধ করা এবং মান বজায় রেখে গ্রাহকের কাছে ই-বুক পৌঁছে দেওয়ার জন্য স্টারহোস্ট সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে ।

এ সময়ে বিশ্বজুড়ে স্মাটফোনের ব্যবহারকারীর সংখ্যা গাণিতিক আকারে বাড়ছে। এদের মাঝে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি। ফলে তরুণ প্রজন্ম বিশেষ করে প্রবাসীরা খুব সহজেই এ সেবা গ্রহণ করতে পারবেন । দেশের প্রকাশনা শিল্পে নতুন মাত্রা এনেছে স্টার হোস্ট পরিবার। ইবুক অ্যাপলিকেশন ডেভেলপের জন্য তানজিন আহসানের নেতৃত্বে একঝাঁক প্রোগ্রামারের নিরলস প্রচেস্টায় এ উদ্যোগ সফলতার মুখ দেখেছে।

আইফোন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হওয়ার কারণে স্টার হোস্ট অ্যাপলের অ্যাপস্টোর মার্কেট প্লেসকে ই-বুক প্রকাশের জন্য প্রথমে বেছে নিয়েছে। এ মুহূর্তে আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ থেকে বইগুলো কেনা যাবে ।

অচিরেই অ্যানড্রইড মোবাইলের জন্য ই-বুক প্রকাশ করা হবে । তথ্যপ্রযুক্তির এ গণজোয়ারে বাংলা সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য এটি  স্টার হোস্টের একান্ত প্রয়াস।

এ মুহুর্তে আপস্টোরে গিয়ে আনিসুল হক বা বইয়ের নাম (51 Borti, Ekaki Ekti Meye, Tini abong ekti meye, Fazil, Valobasha Dot Com) দিয়ে সার্চ করলে ই-বুকগুলো পাওয়া যাবে। আগ্রহীরা ই-বুক অ্যাপলিকেশনের আরও বিস্তারিত এবং ডাউনলোড লিঙ্কের জন্য (http://ebook.starhostbd.com) এ ঠিকানায় প্রবেশ করতে পারবেন।

৭ বছর বয়সে শল্য চিকিৎসক!

৭ বছর বয়সে শল্য চিকিৎসক!


তানজিল হুদা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইচ্ছেঘুড়ি
আকৃত জাসওয়াল। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্মার্টেস্ট শিশু। আশ্চর্যতম খুদে চিকিৎসক। ক্যান্সারের চিকিৎসা আবিষ্কারের দোরগোড়ায় রয়েছেন বলে দাবি তার। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীও আকৃত। তাকে বিস্ময়বালক ছাড়া আর কি বলা যেতে পারে!

ভারতীয় শিশু আকৃত জাসওয়াল বিশ্বের সবচেয়ে স্মার্টেস্ট শিশু। তার আইকিউ ১৯৪, যা সাধারণ মানুষ থেকে তাকে আলাদা করেছে। কারণ যাদের আইকিউ ১২০-১৪৪ তাদের ধরা হয় এক্সেপশনাল। আর ১ থেকে ২০ মধ্যে যাদের স্কোর তাদের আইকিউ খুবই কম।
আকৃতকে বলা হয় বিশ্বের আশ্চর্যতম খুদে শল্য চিকিৎসক।  আকৃত ২০০০ সালে তার বাড়িতে প্রথম নিজেই এক ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞান এবং অ্যনাটমি বিষয়ে মাত্র সাত বছর বয়সে আগ্রহ দেখে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা তাকে সার্জারি দেখার অনুমতি দেয়।
৭ বছর বয়সে তিনি আগুনে পোড়া একটি গরিব মেয়ের হাত তার নিজস্ব চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঠিক করে দেন। মেয়েটির হাত এমনভাবে পুড়ে গিয়েছিল যে সে হাত মেলতে পারতো না। আনুষ্ঠানিক চিকিৎসা প্রশিক্ষণ এবং অস্ত্রোপচারের কোনো অভিজ্ঞতা না থাকার পরও আকৃত তার হাতটি আবার স্বাভাবিক করে দেন।
১২ বছর বয়সে তার বিস্ময়কর বুদ্ধিমত্তা এবং ওষুধের উপর দক্ষতা সবার নজর কাড়ে। তাকে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও দেওয়া হয়। তিনি দাবি করেন যে, তিনি ক্যান্সার নিরাময় আবিষ্কারের দোর গোড়ায় দাঁড়িয়ে আছেন। অাকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া সর্বকনিষ্ঠ ছাত্র। ভবিষ্যতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে চান। মাত্র ১৭ বয়সে তিনি ফলিত রসায়ন বিষয়ে মাস্টার্স করা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

অনলাইনে আয়

MyFreeLife: অনলাইনে আয় করার দশ উপায়

 
তুমি কি বাংলাদেশে থাকো? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছ? তাহলে আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে। কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে। আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ। কিন্তু এগুলো থেকে বেশি টাকা আয় করা যায় না। এর তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার তা ধারাবাহিকভাবেও বজায় থাকে। বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভাল লাগবে।
১। প্যাড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার
সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় তুমি এ বিষয়ে জানো। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপেক্ষা করবে; সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।
২। নিবন্ধ লিখে আয় রোজগার
এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা পাবে। “শুভং” নামক একটা ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।
৩। পিটিসি বা প্যাড-টু-ক্লিক এ আয় রোজগার
পিটিসি বা প্যাড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট(শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো‌)ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগুলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে- বাক্স টু।
৪। তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন
যদি তুমি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকো, তবে তোমার তোলা আকর্ষণীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনাররা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক-ফটোস্‌ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।
৫। গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার
গুগল এডসেন্সে আয় করার জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই শেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।
google.com/adsense
৬। তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে
হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানির ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। প্যাড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানি বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পণ্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় প্যাড রিভিউ সাইট হচ্ছে-সোস্যাল সম্পর্ক।
৭। এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার(সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)
এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পণ্যের প্রচার করবে আর যখন পণ্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পণ্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পণ্য বিক্রয় করতে পারো।
৮। ব্যানার এডস্‌ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার
যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্‌ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে।
৯। ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন
ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এডমিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারো।
১০। টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা
বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানি রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই।
অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবে?
১. চেকে টাকা পাওয়া
এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।
২. পেপ্যাল-এর মাধ্যমে টাকা পাওয়া
পেপ্যাল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপ্যাল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে।
৩. পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড
এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা রাস্তা। তুমি ওডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও-বাংলাদেশে ওডেস্ক পেওনিয়ার প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি।
৪. মানিবুকারস্‌ থেকে টাকা প্রাপ্তি
মানিবুকারস অনেকটা পেপ্যালের মতোই। আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে।
৫. এলার্টপে
এর মাধ্যমে টাকা পাওয়া। এটিও পেপ্যালের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো।
৬. ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি
পেপ্যালের মতোই ই-গোল্ড।
আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?
এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বা উপরে ৫০,০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো। আমার একটা পরামর্শ নিতে পারো, এখানে সত্যিই অনেক টাকা বানানো যায় আর এটা কোন ফাজলামো নয়, তুমি যাই করো গম্ভীর হয়ে করবে আর কঠোর পরিশ্রম করবে। কখনো চুরি, ধোঁকাবাজি করবে না আর তোমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবে।

(প্রিয় টেক)

বেসিস আউটসোর্সিং পুরষ্কার ২০১৩ রেজিস্ট্রেশন শুরু হয়েছে

PriyoTech's picture
(প্রিয় টেক) দেশে যারা আউটসোর্সিং নিয়ে ভালো কাজ করছে তাদেরকে স্বীকৃতি দেবার জন্য বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইন্ফরমেশন সার্ভিসেস) আয়োজন করবে বেসিস আউটসোর্সিং পুরষ্কার ২০১৩ । ২০১১ সাল হতে বেসিস সেরা ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড আয়োজন করে যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এই বছর আরো বড় পরিসরে একই ধরনের অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। ফ্রিল্যান্সারদের পাশাপাশি এবার প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দেয়া হবে।

এবার সব মিলিয়ে ১০০ টি অ্যাওয়ার্ড দেয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এবার দেশের ৬৪ টি জেলার প্রতিটিতে একজন করে ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সারা দেশে আউটসোর্সিংকে উত্সাহিত করতেই এই পদক্ষেপ। এছাড়াও এবারই প্রথম নারী ফ্রিল্যান্সারদের জন্য আলাদা অ্যাওয়ার্ড দেয়া হবে।

এবারে ৪ টি অ্যাওয়ার্ড ক্যাটাগরি থাকছে :

১) আউটসোর্সিং প্রতিষ্ঠান
২) সেরা ফ্রিল্যান্সার
৩) জেলা ভিত্তিক সেরা ফ্রিল্যান্সার
৪) সেরা নারী ফ্রিল্যান্সার

যে যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হবে:
আউটসোর্সিং ক্যাটাগরিতে ১৫ টি অ্যাওয়ার্ড দেয়া হবে। সেরা ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে থাকছে ১৮টি অ্যাওয়ার্ড যাতে কাজের ক্ষেত্র অনুযায়ী ৬টি আলাদা ভাগ থাকছে -
- ওয়েব অ্যাপ্লিকেশন/প্রোগ্রামিং
-মোবাইল অ্যাপ্লিকেশন
-এসইও এন্ড অনলাইন মার্কেটিং
-ওয়েব/গ্রফিক্স ডিজাইন
-অনলাইন ব্লগিং কনটেন্ট ডেভেলপমেন্ট
(প্রতিটি ভাগে ৩টি করে পুরষ্কার দেয়া হবে)।
জেলা ভিত্তিক সেরা ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে ৬৪টি জেলায় ৬৪টি জন ফ্রিল্যান্সার পুরষ্কার দেয়া হবে।
সেরা নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে ৩ জন নারী ফ্রিল্যান্সার উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড দেয়া হবে।
দেশের যে জেলাতেই থাকুন, ফ্রিল্যান্সার হয়ে থাকলে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন
দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতকে উৎসাহিত করতে বেসিস গত ২০১১ সাল থেকে নিয়মিত ভাবে এই আয়োজন করে আসছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন দেশের যে জেলাতেই থাকুন না কেন রেজিস্ট্রেশন করুন বেসিস আউটসোর্সিং পুরষ্কার ২০১৩ তে।
অনলাইন-এর মাধ্যমেই শুধু এই অ্যাওয়ার্ড এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্যের জন্য ভিসিট করতে হবে http://www.outsourcingaward.basis.org.bd রেজিস্ট্রেশন -এর শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০১৩ ।
রেজিস্ট্রেশন শেষ হবার পরে বিচারকরা ( বিচারকদের মধ্যে থাকবে তথ্য প্রযুক্তি এক্সপার্ট, মিডিয়া প্রতিনিধি, শিক্ষক এবং পূর্বের অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তা) যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করবে এবং সব শেষে ইন্টারভিউ (মুখোমুখি অথবা অনলাইনে) এর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।
আসন্ন বেসিস সফট-এক্সপো (মার্চ ৬-৯ -http://www.softexpo.com.bd) তে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ও সার্টিফিকেট/ক্রেস্ট প্রদান করা হবে।

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

A STORY....

You are so clever...! 
 Who think that I am special for someone, this people does not think about the other people at every place.
You know a lot very well about me. After that you do this. I am so much shocked. I do not tell you anything about this pain. I am so normal with you in this point.  So I am trying to help you.
Sometimes you told a lie with me. But why..??
I am so normal and so........... You know. After knowing everything why you do this...?
Maybe you are better than me. But I do not like this habit and culture.
You have to change...
You are as usual to all. But all people do not take this as usually.
People do not take it in a normal view. So you have to think about this.
Pro-active mind is best for all I think. I do not talk a lot. 
If you can change it is good for you I think. Otherwise I cannot give you support.
Talk little, work more and think more.
Nothing to say about you. I cannot interfere your life. This is your life, now think what you have to do.
Carry on your life. I change myself   when you told me that you have a special one in your teen age. You cry a lot for this person. You are in a gloomy mode on this day. After that day I am trying to be easy.
You are always usual to all. But I cannot understand at first. When I know then i told myself so sorry. 
So sorry.... 
 

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

দুঃস্বপ্ন

আরেকবার মনে হয় ধোকা খাইলাম....

কিছু বলার নাই....

নিজেকে ভালো রাখা আসলেই কষ্টের...

ভালো থাকা আর হল না....

কি ভুল তাই বুঝলাম না...

জীবন টা কখনো রঙ্গিন...

কখনো ধূসর...

আধো আলো...

কখনো আকাশ মেঘলা...

আধো ছায়া...

কখনো বা নীল....

এরকম ই হয়...

এভাবেই চলে যায়....


বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

আরও একটু দূরে

শিরোনামঃ আরও একটু দূরে
কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার/তাহসান
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফড়িং যান উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই

পাথরের গল্পকার

শিরোনামঃ পাথরের গল্পকার
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
অ্যালবামঃ নেই

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল

অতি সাধারণ একটু যশের আবরণ
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
প্রেম আর ক্রোধের গল্প বলে যাই
এইতো জীবন আমার ছোট্ট জীবন

এতটুকুই সৃষ্টির আলোড়ন
স্বপ্ন দেখেছি আমি বিশাল হব
দেশ আর দশের অলংকার হব
তুচ্ছ আমি তাই, স্বপ্ন দেখে যাই
পাথর ভেঙ্গে কি বিশাল হওয়া যায়?

ধন্যবাদ তোমায় সুরের বন্ধু ভেবেছো
তুচ্ছ এ মানবে কিছু খুঁজে পেয়েছো
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
গানে গানে ভালোবেসে যাই






আমার সোনার বাংলা

শিরোনামঃ আমার সোনার বাংলা
কন্ঠঃ জেমস
অ্যালবামঃ বাংলাদেশ(স্বাধীনতা দিবস)

ডাউনলোড লিঙ্কঃ http://www.music.com.bd/download/Music/M/Mixed%20Albums/Bangladesh%20(Shadhinota%20Dibosh)/01%20-%20James%20-%20Amar%20Shonar%20Bangla%20(music.com.bd).mp3.html


তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।


সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩

MY FRIEND...



Why you are so tensed..? Every person has a personality. Do not do anything wrong. This is the turning point of life. If you want to do better for your life you should accept this challenge. If you have no dream or no hope for your life you can do anything you want. I do not tell you anything. It is your personal matter.

I know that you are fall in some unexpected matter. I think this is infatuation or nothing else. But it is your personal matter. I do not interfere for your life. It is only and only your matter. So think a lot about your life. I do not give you any decision; I just only give you suggestion because you are my one and only best friend. You are in a high position in my mind. You know very well. I respect you also.

I know love is Divine. But reality is so different. So you have to think about this.
After thinking then take decision. Because it is your life. No one can save your life or develop your life.

May be the girl is good or bad. May be she is nice to look at or not so nice. She is so clever or not and many more good qualities on her (may be or not).

I do not see this girl. I just heard about her form you. So be careful to choose anyone. First see her character. What is the condition about her character..? Do not be weak for her.  You have to take a decision for yourself and for your life. I just suggest you. Now it is your duty. So carry on and best of luck for you my dear best friend.                              
            You should think about your family members and your relatives. They have many dreams with you. They want a lot from you. Please do not dis hear-ted   them. They have no fault. They always think that you are a good and gentle student. They love you very much without any doubt. So you have a great duty for your family.                                     

 

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

নতুন দিগন্ত


          নতুন দিগন্ত


আমি এখন অনেক টা পাল্টে গেছি

তোকে নিয়ে আর আগের মত ভাবি না

ইচ্ছে করেই নিজেকে সরিয়ে নিয়ে আসলাম

কিন্তু আমার কিছু করার নেই

আমি একটা আলাদা পরিবেশ এ বেড়ে উঠেছি

একদম ই আলাদা...

নতুন একটা পরিবেশ এ নিজেকে তুলে ধরা খুব কঠিন

তারপর ও আসলাম ....

নিজেকে একটু পরিবর্তন করতে পারবো বলে

কিন্ত আসলে কিছু করা হল না

এখানে এসে দেখলাম নতুন কিছু...

আমি যেরকম ভাবছিলাম টিক যেন তার ওল্টো

এখন আছি মাঝপথে

ফিরে যাবার কোন উপায় নেই

এই জটিল পথ পাড়ি দিতে হবে...

জীবন টা এরকম ই হয় আসলে

বাস্তবতা অনেক কঠিন। 

                           

                                  লেখক-->অদৃশ্য মানব