পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

পাথরের গল্পকার

শিরোনামঃ পাথরের গল্পকার
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
অ্যালবামঃ নেই

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল

অতি সাধারণ একটু যশের আবরণ
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
প্রেম আর ক্রোধের গল্প বলে যাই
এইতো জীবন আমার ছোট্ট জীবন

এতটুকুই সৃষ্টির আলোড়ন
স্বপ্ন দেখেছি আমি বিশাল হব
দেশ আর দশের অলংকার হব
তুচ্ছ আমি তাই, স্বপ্ন দেখে যাই
পাথর ভেঙ্গে কি বিশাল হওয়া যায়?

ধন্যবাদ তোমায় সুরের বন্ধু ভেবেছো
তুচ্ছ এ মানবে কিছু খুঁজে পেয়েছো
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
গানে গানে ভালোবেসে যাই






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন