পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

আমি কার দলে??


https://www.facebook.com/pages/সবুজ-এর-ব্লগ/301660953266933?ref=bookmarks

চুর আর গিরস্থের মাঝে ভালোই খাতিল, মাঝখানে পরে আমার কেন এই অবস্থা? মানুষের স্বার্থ নিয়ে আর কত চিন্তা করতে হবে, একটা মানুষের মুখে হাসি দেখার জন্য কেন নিজের অনেক কিছু ছাড় দিতে হবে ?? 

নিজেকে বিলিয়ে দিতে দিতে শেষ সীমানায়, আর এটাই কি প্রাপ্য? যার একটু ভালো করতে চাই, সেই উলটো আমাকে শত্রু মনে করতে শুরু করে। আমি কারও সাথে প্রতিযোগিতায় যেতে রাজি নই। কারন একজন হারবে একজন জিতবে এটা আমি মানতে নারাজ। দুজনই জিতে যাক। সবার ভালো চিন্তা করতে গিয়ে নিজেকে হারাতে বসেছি মনে হচ্ছে। 

সবাই তো মুখে অনেক পট পট আর প্রশংসা করতে পছন্দ করে, কিন্তু মন থেকে কয়জনই বা কারও ভালো চাই। সব ভালো একজনই করতে চায়। আর বাকিরা কি করবে? মন থেকে যতক্ষণ আপনি কারো ডাক শোনতে না পারেন তাহলে আপনি মানুষ নিয়ে আরও পড়াশোনা করুণ, কারন আপনি আসল নকল চিনতে পারলেন না এখনো। 

আপনি প্রশংসার যোগ্য হলে আপনি পাবেন তা, আগে আর পরে। কিন্তু মানুষ মুখের কথা বিশ্বাস করে, মুখের কথার প্রাধান্য জগতে অনেক। কারন মনের কথা শোনার মত সময় সবার কাছে থাকে না। সবাই সবকিছু শোনতে পায় না। স্বাভাবিক। 

এতো কষ্ট করার কি মানে? কোন কারণ নাই, শুধু কিছু মানসিক চাপ থেকে বেঁচে থাকার জন্য আর কিছু নয়? সবার মন তো চায় একটু আরাম করতে, একটু ফ্রি হয়ে থাকতে। কিন্ত হাসির মাঝে একটু প্রশান্তি লাভের জন্য এতটা কষ্ট করা। জীবন টা বিলাসিতার না, জীবন টা বাস্তবতার।