পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

RIP 2013

Happy new year for everyone.
Today is the 1st day of 2014.

I am so much grateful to ALLAH for 2013.
2013 is the best year of my life
Full of memories. Some sorrow matter also occurred.
After all I am so happy.
My dream come true and I get my loving person that was desired.
Every days of 2013 get colored by her.
Some  Special moments are also in 2013.
I am really so happy with 2013.
And Thanked this person for being with me.
She Helps me to give color in my life............

Some Great time passing with my best friends.
One nice tour with family members.
Many more unexpressed Feelings and so on...........

I wish 2014 will also colorful and memorable for me........
2014 comes as a well wisher,

2014 comes as lucky for all..
so Enjoy 2014 with joy and happiness.











New year


 

happy new year 2014....:)

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

রাগ (Angriness)

রাগ  (Angriness)

নিজের রাগ দেখলে নিজেরই ভয় লাগে
মানুষ কতটা খারাপ হতে পারে বুঝতে পারা যায়...।
রেগে গেলে ২ টা কাজ হয়
ব্রেইন একটা বলে,
মন একটা বলে,
কার কথা শুনবেন
পরে নিজের যা মনে হয় তাই করেন।
আপনার কাজ দেখে অনেকেই কষ্ট পাবে
আপনাকে সহমর্মিতা দেখাবে, সান্ত্বনা দিবে, বুঝানোর চেষ্টা করে।
আর অনেকেই খুশি হয়
তাও বুঝা যায়...অনেকটা অপ্রকাশিত সত্য
রেগে যাবার পর ওলটা পালটা অনেক কথাই বলি
যা আসে তাই বলি, মুখে যা আসে তাই,
এগুলু মুখের কথা,মনের কথা না।

আপনার বাবা মা শিক্ষক তাই আপনি খারাপ কিছু বলতে পারবেন না
কিছু করতে পারবেন না...।
ছোটবেলা থেকে শুনে আসতেছি...।

শিক্ষক সবসময় সম্মান এর পাত্র
তাঁদেরকে কেউ অসম্মান করে না।
কোন শিক্ষক কোন ছাত্রের অমঙ্গল চায় না
এটার বাস্তব উদাহরণ আমার বাব মা
কোন ছাত্রকে যদি ওলটা পালটা কিছু বলে
বাসায় গেলে তাঁদের অনুতপ্ত বোধ হয়।
ছাত্রের উচিত নিজের কাজের জন্য অনুতপ্ত হওয়া...।।












বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

১১-১২-১৩

আজকে ১১-১২-১৩
অনেক খুশির দিন
সকাল টাই জানান দিলো
যে তুমি নতুন এক পরচয় পেলে
এক নতুন  নাম

এরকম আর কখনো হয় নাই
আজকে ক্যান হলও
তারপরও নিজেকে ভাগ্যবান মনে হল...।

কালকে রাত এ একটা কথা শুনে
কিছু মনে হয় নাই
কিন্তু সকাল এ ঘুম থেকে ওঠার পর
কথা গুলো কানে ভেঁজে ওঠলো

যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নাই
তারা তো আপনার আপন না
তাদেরকে আপনার আপন মনে করাটা বোকামি

যাদের সম্পর্কের মাঝে স্বার্থ জড়িত
সেখানে রক্তের সম্পর্কও বৃথা
......।
পর কখনও আপন হয় না...??
......
......।।
সোনার ডিম পাড়া হাঁস শুধু ডিম পাড়ার জন্য
ভালোবাসা পাবার জন্য নয়
যতদিন সে ডিম দিতে পারবে
ততদিন ই তার প্রতি দয়া থাকবে
অন্যথায় তার কোনও গুরুত্ব নাই...।
.........................
মানুষের সাথেও অনেক মিল আছে এখানে...।।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

আশাবাদী...।

মাঝারি আয়ের পরিবারের ছেলে আমি
অনেক কষ্ট করে আজও একটা
ভালো অবস্থান তৈরি করার আশায় আছি
মাঝে মাঝে পকেট এর অবস্থা
অনেক খারাপ থাকে
বাসায় বার বার টাকা চাইতেই লজ্জা করে
অনেক আগে থেকেই
কিন্তু এখনো ভালো কিছু করতে পারি নাই
চাকরি তো আর বললেই হয় না
যোগ্যতা থাকা লাগে ।

টাকা ছাড়া জীবন এ কিছু সম্ভব না
ভালো কিছু করতে গেলে ই টাকা লাগে
টাকা ছাড়া আপনি সম্মানও পাবেন না
টাকা না থাকলে আপনাকে সমাজ এ গুনবে না
যাদের টাকা আসে তাদের ই সম্মান আলাদা
তারাই সমাজের সব
...।।
আমার ভালো কিছু করার ইচ্ছা অনেক ছোট থেকে
ভালো কিছু করবো
এখনো আশাবাদী আমি
...।
সাময়িক কিছু সমস্যা হবে
কিন্তু  ঠিক হয়ে যাবে...
...।
একদিন আমার সপ্ন  গুলো আমার সাথে সঙ্গি হবে
...
আর প্রিয়ও মানুষ গুলো কে নিয়ে আনেক খুশি থাকবো।
......

বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

কিছু কথা............@P

চোখের পানি ও অনেক সময় অবিমান করে
আসতে চায় না
অনেক কষ্ট করে চেপে রাখতে হয়
মানতে পারে না সে
অনেক কাছের মানুষ
যদি এরকম করে
তাইলে কষ্ট তো লাগবেই
আর যখন কষ্ট লাগে
চোখের পানি ও চলে আসে
............।।
.....................।
কিছু বলার থাকে না
শুধু ওপর এর দিকে তাকাই থাকা যায়
আর সাথে কিছু দীর্ঘশ্বাস ছাড়া
............।
মনে হয় ওপর এর ওনার সাথে কথা হচ্ছে
তার কাছে প্রার্থনা করা...।
...।।
এর পর ও ভালবাসি
ভালবাসবো ঠিক আগের মত
এখন ও ভালবাসি...।
............

যাকে ছাড়া নিজেকে চিন্তা করতে পারি না
তাকে ছাড়া ক্যামনে থাকবো...।।
......।
তোর ভালবাসার জন্য আজো আমি দাঁড়িয়ে ...।
একটু ভালবাসা পাবার আশায়......
আমার সব টুকু ভালবাসা তুকে দিলাম
........................।।
গ্রহণ করলে পুরটা নিস
নাইলে গ্রহণ করিস না
পুরটাই আমার থাকবে...।
....................................।।


শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

Feelings..........

Every day I discover you ...
Everyday I am trying to thinking you as a another point...
All days are so different..
every one day come to me as a new day..
Life is getting a new color...
everything is now so colorful...
I want  to lead rest of life with you..
Passing time with you was never forgettable
you the one who knows me a lot..
Who help me a lot..
Who supports me a lot...
I am not so good at all.
not like friendly as others..
not like casual as others.
sometimes I want to casual like others..
but I can"t
..............
I am free in my thinking..
I like freedom...
sometimes I want to do better things for everyone..
But I am not perfect at all..
I am thankful to ALLAH for having with me...
and always support me.....
....
I always trying to co-operate with this person....
..
.......@ someone special

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

Rajkonna (রাজকন্যা)

রাজকুমারী দুএকটা কথা 
বলিবারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু কথা বলোনা

আমি যে সারাদিনহয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দুটি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা

O my princess
দুএকটা কথা বলি
ফোনটা রেখে দিও না

Exam hall -
তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা

চোখ দুটো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন


বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

সময় টা



                     সময় টা কেমন যাচ্ছে...।
              লেখকঃ নীরব...।


সময়টা খুব ভালো জাচ্ছেনা
কিছু দিন কেমন জানি চলছে
যখন শরীর খুব খারাপ।।
তখন মা বাবার সেই
সৃতি গুলো করা নাড়ে

রাতে তাদের সাথে ঘুমাতে হবে।।
মাঝরাতে মা ঘুম থেকে ওঠে দেখবে
জ্বর কেমন...।
তারপর মাথায় হাত বুলায় দিবে
সিক্তও কাপড় দিয়ে মাথা মুছে দিবে...
সারারাত ঠিক করে ঘুমাবে না
যদিও তার কালকে সকাল এ স্কুল ।। যেতে হবে...
চাকরি বলে ..

যখন একা হয়ে যেতাম
তখন মনে করতাম কি দরকার চাকরি...।
কারণ টা তাদের খুব মিস করতাম...
আর আব্বু এর কথা নাই বলি
মাঝরাতে ওঠে দেখবে জ্বর ক্যামন
তারপর ডেকে নিয়ে যাবে
মাথায় পানি দিতে...।

তারপর ও অনেক কষ্ট করতো
আজকে যখন আবার অসুস্থও তখন তাদের কথাই
মনে পরছে...।
মাথায় পানি ডালা...।

আজকে ফোন করে বাড়ি যেতে
বলল তাড়াতাড়ি...।
মা বাবার ভালোবাসার সাথে কিছুর
তুলনা হয় না...
মা বাবা তো...।
মা বাবা...।




সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

নীরবতা......।।

আজকে আরেকবার শুনতে হল যে
চুপ চাপ মানুষ এর চাকরি পেতে অনেক কষ্ট হয়...।
তারা সবার সাথে মিশতে পারে না...।
সব পরিবেশ এ খাপ খাওয়াতে পারে না...
সুদু পড়াশোনা করলেই কি হবে নাকি
আর ভালো রেসালট করে কি সুদু চাকরি পাওয়া যায় নাকি......।
আসলেই তাই
...।
কিছু করার নাই
এরকম করে ই চলতে হবে...।

কারণ পরিবর্তন করা সম্ভব না...।।





মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

Time....passing

yesterday I am going to home by rickshaw. A nice experience gathered. Life of a rickshaw puller. A 30 aged person. he has a family. he is so much happy with his mother. his world is his mother. he works for his mother and for his family. one boy child and another upcoming baby.. his mother is so special for him.. he lost his father in his childhood .. but he told me the struggling time passing of his life.. he give me a suggestion that always try to take care of ur parents.... passing time with gossiping....

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

Money

Money money plays an important rule in our life. sometimes money is not so important at all. but sometimes without money life is meaningless. you cannot fulfil your Hobbes. your dream is also so far without money. if you have so much money you can fulfil all things. sometimes money has not so much value. middle class family suffer this problem very much. they do not show their demand. because they know the condition of their family. they things a lot for their family, always trying to do better for their family. sometimes I become astonishment , a person who helps his relatives but the relative forget this person only for a bad reason or avoidable reason. Thursday ----6.30 pm 25-july

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

picture

Created by Photo Grid. https://play.google.com/store/apps/details?id=com.roidapp.photogrid https://itunes.apple.com/us/app/photo-grid-collage-maker/id543577420?mt=8

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

A.R.Rahman ....

সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমানের জন্ম ভারতের চেন্নাইয়ে, ১৯৬৬ সালের ৬ জানুয়ারি। দুবার অস্কার পুরস্কার পেয়েছেন তিনি। ২০১২ সালের মে মাসে মায়ামি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এ বক্তব্য দেন এই তারকা সংগীতজ্ঞ। সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে অনুবাদ: অঞ্জলি সরকার আজ থেকে ২৪ বছর আগে কখনো ভাবতে পারিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার আমন্ত্রণ পাব। মায়ামি বিশ্ববিদ্যালয়ে এসে এখানকার শিক্ষার্থীদের সামনে আমার কাজ সম্পর্কে ধারণা দেওয়া তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াটাই ছিল অবাস্তব কল্পনা। কিন্তু আজ আমি মায়ামি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিচ্ছি। আমি সত্যিই কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ১০ বছরের। এখানকার অনেক শিক্ষার্থী, যারা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক হওয়া সত্ত্বেও আমার সুরকে তাদের জীবনের অংশ করে নিয়েছে। আমি তাদের দেখে সত্যিই অভিভূত। এখানকার অভিজ্ঞতাই আমাকে ভারতে একটি ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল অবজারভেটরি’ তৈরি করার সাহস দিয়েছে। আজ এখানে এসে আমার টুকরো টুকরো অনেক কথা মনে পড়ছে। প্রথমত, ভ্রমণ থেকে শিক্ষা লাভ করা। মনকে সব সময় বলি, পথ চলতে চলতে যা-ই পাওয়া যায়, তাকে উদার চোখে দেখতে হবে, গ্রহণ করতে হবে। কোথাও যাওয়ার আগেই তার সবকিছু নিয়ে আমরা কম-বেশি একটা ধারণা তৈরি করে নিই। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেক মানুষেরই নিজস্ব বৈশিষ্ট্য, চিন্তাচেতনা ও স্বাতন্ত্র্য রয়েছে। কোনো একটা স্থানের অনেক অন্তর্নিহিত রহস্য থাকে, যা আমরা সশরীরে, স্বচক্ষে, খোলা মনে পর্যবেক্ষণ না করলে কখনো ধরা দেয় না। এই সত্যগুলোকে জানতে হলে নিজের বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, কখনো তড়িঘড়ি করে সিদ্ধান্তে উপনীত না হওয়া। এ ব্যাপারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন আমরা কোনো মানুষের বেলায় চিন্তা করি। সব গল্পের পেছনেই একটি ভিন্ন গল্প থাকে, যেমন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ সম্পূর্ণ ভিন্ন হতেই পারে। মানুষের বেলায়ও ঠিক তা-ই। আমাদের সব সময় মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যকে খুঁজে দেখতে হবে এবং তার যথাযথ মূল্যায়ন করতে হবে। এমনকি কোনো স্থান, প্রতিষ্ঠান কিংবা শিল্পকলার ব্যাপারেও এই নীতি প্রযোজ্য। আমরা যদি বাইরের দৃশ্যমান রূপটাকেই চূড়ান্ত বলে ধরে না নিয়ে একটু গভীরভাবে মনের চোখ দিয়ে দেখতে শিখি, একটু ধীরস্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, তা হলে আমার বিশ্বাস আমাদের অর্ধেক সমস্যারই কোনো অস্তিত্ব থাকবে না। তৃতীয়ত, যখন জীবনে কোনো সংকটময় মুহূর্ত আসবে, তখন মনকে শান্ত করে ফেলতে হবে, গতি কমিয়ে আনতে হবে। সংকট সমাধানে যে পদক্ষেপই নাও না কেন, তা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। শুধু একটা কথা মনে রাখবে, কখনো রাতারাতি কোনো পরিবর্তন আশা কোরো না। তোমার পুরস্কার ঠিক সময়েই তোমার হাতে পৌঁছাবে। যদি উপযুক্ত সময়ের আগেই তুমি তোমার সব কাজের মূল্যায়ন পেয়ে যাও, তা হলে সেই মূল্যায়ন আর পুরস্কার একটা সময় তোমার পতনের শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। চতুর্থত, যারা তোমার চেয়ে কম ভাগ্যবান, জীবন যাদের জন্য আশীর্বাদ হয়ে আসেনি, সেই দরিদ্রদের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করো। তাদের থেকে আলাদা হয়ে যেয়ো না কিংবা তাদের অস্তিত্বকে অগ্রাহ্য করো না। চিন্তা করো, কীভাবে তাদের জীবন আরেকটু সুন্দর করা যায়, কীভাবে তাদের টেনে তোলা যায়। অন্যকে সাহায্য করার জন্য তোমার ক্ষুদ্র এই প্রচেষ্টাগুলো আসলে অনেক মহৎ, অনেক গুরুত্বপূর্ণ। পঞ্চমত, সত্য ও সততা—এই গুণগুলোকে অর্জন করা যতটা অসাধ্য বলে মনে করা হয়, তেমনটা মোটেও নয়। তুমি যদি সত্যিই চাও, তা হলে এটা পানির মতোই সহজ ও সরল একটা ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে উচ্চাকাঙ্ক্ষা কিংবা জীবনের নানা চাহিদা প্রায়ই সততার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ দুটোর মধ্যে একটা যৌক্তিক ও গ্রহণযোগ্য ভারসাম্য বজায় রাখতে হয়তো তোমার জীবনের অনেকটা সময়ই পার হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, এই ভারসাম্য এতটাই দরকারি আর মূল্যবান যে এর জন্য আজীবন চেষ্টা করার মধ্যেও কোনো গ্লানি নেই। এই ব্যাপারটিকে ভারতে আমরা বলি, ‘সত্যমেভ জয়তে’ অর্থাৎ সত্যের জয় হবেই। আমি কিছু মানুষকে আজ আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনে যাঁদের অবদান অপরিসীম। আমার বাবা, মা ও একজন চলচ্চিত্র পরিচালক, যিনি আমাকে জীবনের প্রথম বড় সুযোগটি দিয়েছিলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা, সমগ্র ভারতবাসী যারা আমাকে ও আমার সুরকে কোনো দ্বিধা বা বৈষম্য ছাড়াই পরম মমতায় বরণ করে নিয়েছেন। আজ আমি একই গ্রহণযোগ্যতা পাচ্ছি হলিউডে এসে, আমি সত্যিই সম্মানিত। সংগীত কোনো ব্যক্তি, সমাজ কিংবা জাতির নয়। সুর সবার জন্য। আমি যখন ‘বাখ’ শুনতাম, আমি কখনো ভাবিনি, তার জাতি কী, ধর্মই বা কী। সংগীতের বিশুদ্ধতাই এখানে একমাত্র বিবেচ্য বিষয়। ২৪ বছর ধরে আমি সেই বিশুদ্ধ সুরের জগতে ডুবে আছি। সেই দর্শনগুলোকে বোঝার চেষ্টা করছি, যা সুরের ভাষার জন্ম দিয়েছে। আজকের এই সমাবর্তন তোমাদের জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। এ দিনটি একটি নতুন গল্পের শুরু, যা হয়তো তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকবে। আমি জানি, তোমরা অত্যন্ত মেধাবী। তবে এই যাত্রায় মেধার চেয়েও একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অনেক বেশি সহায়তা করবে। আর তা হলো, ঠোঁটের কোণে একটি মধুর হাসি। হাসতে শেখো, বাঁচতে শেখো। সবাইকে অনেক ধন্যবাদ।

রবিবার, ১১ আগস্ট, ২০১৩

past times .....

Sometimes it is so bad for me....
I do not talk a lot in my family...
there are some reasons
...
My father told me some great speech
from his beginning life....
Life that was spending...
It is really so painful ....
Sometimes it takes water on my eyes...
I am thinking from myself ...
that where I came from....
some hidden speak also come to me....
hard times are always knocking me....
my father's days ...
so struggling moment....
struggling life...
what is life....????



শনিবার, ১০ আগস্ট, ২০১৩

আকাশ। ।।

..আকাশ এর যখন মন ভালো
তখন আমিও ভালো থাকি
আকাশ এর সাথে কথা কই
আকাশ এর সাথে নিজেকে খুজে বেরাই
।।।।

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

Friendship

Friendship day is not so special for me.I think that every day and every moments every time,  every speech, every word
is a special time for friends.
A real friend is rear in this time.
but friends are always important for a happy and beautiful life..
they give u pleasure..
our every moment is so much colourful ...with ur friends...

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

বীরাঙ্গনা রমা



The best person of BANGLADESH liberation war
they are the symbol of tragedy..
they know and face this problem
My head going down for those honorable persons......


Waren Baffet



One of the simple person..
I read about him.
His company profile
his house condition
car..
so easy life
but one of the best earner in this world...
top most person like bill gates.........


২০২০ সালেই ৫জি ইন্টারনেট!




বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০২০ সালেই ৫জি ইন্টারনেট!
তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিশ্বের চেহরা এত দ্রুতই বদলে যাচ্ছে যেখানে কোনো কিছুই খুব বেশি দিন টেকসই হচ্ছে না। মোবাইল প্রযুক্তি ক্ষেত্রে এ পরিবর্তনটা সামলে ওঠা কঠিন হচ্ছে।

টুজির পর থ্রিজি। এরপর ফোজি। এখন ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে কথা সাফ জানিয়ে দিয়েছে হুয়াওয়ে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

চীনের বিখ্যাত প্রযুক্তি নেটওয়ার্ক নির্মাতা ও গবেষণা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবারে পঞ্চম প্রজন্মের (৫জি) নেটওয়ার্কের ঘোষণা দিয়েছে। আর এ জন্য খুব বেশি সময় নয়, বরং আসছে ২০২০ সালেই বাণিজ্যিক ফাইভজির নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন স্মার্ট গ্রাহকেরা।

এরই মধ্যে হুয়াওয়ের ২০০ জনের একটি কারিগরিদল ৫জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করছে। তবে এ প্রযুক্তির সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য থেকে বিরত আছে হুয়াওয়ে।

এ প্রসঙ্গে হুয়াওয়ের ৫জি গবেষণার প্রতিনিধি উয়েন টঙ বলেন, আসছে ২০২০ সালের ইন্টারনেট বিশ্বের চেহারা আজ সাধারণভাবে অনুমান করা কঠিন। এ সময়ে শত শত কোটি মানুষ তারহীন তথ্য বিশ্বের মহাসাগরে পাড়ি জমাবে। আর গতি তো হবে স্বপ্নের চেয়েও দ্রুত। তখন আসলে ইন্টারনেট ভক্তরা তারহীন প্রযুক্তির মধ্যে বসবাস করবেন। ফাইবার অপটিক কেবল তখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে।

প্রসঙ্গত, ফাইভজি (৫জি) প্রযুক্তির ইন্টারনেট নেটওয়ার্কের গতি হবে ১০ গিগাবাইট পার সেকেন্ড। আজকের সময়ে সর্বোচ্চ গতির তুলনায় তা ১০০ ভাগ বেশি গতি নিশ্চিত করবে।

এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-ও ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। তারাও বলছে বাণিজ্যিকভাবে ২০২০ সালেই স্মার্ট ভোক্তাদের কাছে এ নেটওয়ার্ক পৌঁছে যাবে।

বিশ্বের মোবাাইল প্রযুক্তিতে লঙ টার্ম ইভোল্যুশন (এলটিই), ফোরজি এবং হুয়াওয়ের মাধ্যমে ৮৫টি শক্তিশালী নেটওয়ার্ক দিয়ে এসব সেবা এখন বাস্তবসম্মত। এরই মধ্যে চীনের হুয়াওয়ে সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেনে ফোরজি প্রযুক্তি তারহীন নেটওয়ার্ক সফলভাবেই পরিচালনা করছে।

বিশ্বের দ্রুত গতির ট্রেনের জন্য হুয়াওয়ে এলটিই নেটওয়ার্কের মাধ্যমে তারহীন ইন্টারনেট সেবা দিচ্ছে। এ মুহূর্তে ফোরজি নেটওয়ার্কে ডাউনলোড গতি ৫০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপএস)।

তবে ২০২০ সালের আসন্ন ফাইভজি (৫জি) নেটওয়ার্ক এ সব কিছুকেই ছাড়িয়ে যাবে বহুদূর। অনলাইন বিশ্লেষকেরা তাই বলছেন ২০২০ সালে বিশ্বের সব ধরনের অর্থনৈতিক লেনদেনই ইন্টারনেট নিয়ন্ত্রণে চলে যাবে। অপেক্ষা তাই নতুন এক বিশ্ব দেখার।

বাংলাদেশ সময় ২২১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩

Algorithm

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

Felling so sad.............

Total Marks =25

Answered =22/23

Desired =18-20

I think this is enough for me.
I do not copy-write from anyone…..
As I know and I always try to answered from my own knowledge….
So what’s the Problem………??
You can not satisfy with me…
Why…….??
I always try my level best…..
I do not compare me with anyone..
My competition is between me and myself…
Anyone is not like me..
Everyone has a special power of themselves..
““Do not compare you with anyone
If u compare with anyone
U are insulting yourselves””
Mother I am sorry that I cannot give you satisfied result….
Really sorry from my heart…
But I am thankful to ALLAH for helping me and supporting me….
Please forgive me AMMU………..









PHOTOGRAPHY FROM HOBBY



মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

MISS U...

Ammu I miss you very much.
You do not call me at yesterday night
And today morning also.

I am feeling so much pain all the daylong…
You number is switched off
I try several times..

You are on your duty…
Then I call to abbu…
Talking a little bit time..
Then call to sojol…

But feeling so lonely without you…
When you call me several times I am annoyed with you..
When you give me no call,
I also get so much pain
Love you ammu……………
…………………..
……………..
Love you abbu and brother….
………………..