পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

মানুষের আর্তনাত

মানুষ আসলেই খুব  অদ্ভুত একটা প্রানি
যখন যারে  ইচ্ছা তাকেই ব্যাবহার করি
স্বার্থ ছাড়া এক পাও আগাতে চাই না
স্বার্থ শেষ হলে, কর্ম  উদ্দার হলে
মানুষেরও প্রয়োজনও শেষ হয়ে যায় ...।

একজনকে ভোলার জন্য অন্য একজনকে সঙ্গী করি
আবার তাকে ভোলার জন্য অন্য একজনকে আনি
এরকম করে চলে নিজের মত খেলা
সেই খেলাই কেউ বা ডুবে যায়
যাকে আর ফেরানোর কোনও উপায় থাকে না............।
...............

কেউ কেউ তার সবটা দিয়ে চেষ্টা করে কাউকে খুশি করার জন্য
কিন্তু বিনিময় কি পায় সে,
তার অবদান কি এত ছোট............??


হয়ত মানুষ বলেই পারে
সবাই তা পারেনা, করেও না,
কেন এরকম করতে হয়,
...............।।
.....................।

কেউ কারো হাসিমুখ দেখার জন্য যুদ্ধ করে
কিন্তু হাসিমুখের বিপরীত দৃশ্য তার জন্য অপেক্ষা করে,
কেন করে এরকম.........??

যাদের কাছে এত টুকু মূল্য নাই
তাদের জন্য কেন এত প্রেম মানুষের......??





1 টি মন্তব্য:

  1. হাসিমুখের বিপরীত দৃশ্য দেখার জন্যে অপেক্ষামান ব্যক্তিদেরকে 'না' বলতে হবে ।

    উত্তরমুছুন