পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

কিছু কথা

কথার সাথে যদি কাজের মিল না থাকে
তাহলে সে কথা বলার কি দরকার...।
কথার সাথে যখন কাজে মিল থাকে তখনই,
একজন সাধারণ মানুষ একজন ভালো মানুষে পরিণত হয়...।

এমন কোন কথা বলা উচিত না যা আমি রাখতে পারব না,
কোন কিছু বলার আগে একবার ভাবা উচিত
আমি কি বলতেছি.........।

সাধারণ মানুষের মত চিন্তা করে কি অসাধারণ কিছু করা যায়...????
..................।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন