পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জুন, ২০১৪

বেঁচে থাকার প্রেরণা

নিজেকে অতীবও গুরুত্বপূর্ণ মনে করা আসলেই বোকামির লক্ষণ... পরিবর্তন করতে
পারলাম না নিজেকে... আমৃত্যু  বয়ে বেড়াতে হবে।


আপনার কাছে অন্যরা যতটা  গুরুত্বপূর্ণ, তাঁদের কাছে আপনি অতটা গুরুত্ব
নাও পেতে পারেন। স্বাভাবিক ব্যাপার। 


শুধু প্রয়োজনের সময় একটু সাহায্য করবেন আর একটা ধন্যবাদ আশা করতে পারেন.....এর বেশী আর কি কিছু পাবার মত যোগ্যতা আছে আপনার...?? 


আপনি কি পারেন......??


না মানুষকে হাঁসাতে পারেন নাম, মজা দিতে পারেন,
কি করে আপনি তাঁদের আপন হবেন,
তাঁদের আপনি আপন মনে করলে কি হবে,
তারা তো আপনাকে আপন মনে করে না,
আপনি কারো আপন না কারো কিছু না,
এটা মানতে আপনি বাধ্য...।। 


ক্যান নিজেকে এত উদার করে চিন্তা করেন,
সবাই তো ভালো আছে,
ভালো থাকুক না,
আপনাকে ছাড়া তো ভালো থাকতে জানে সবাই,
আপনিই শুধু পারেন না।


আপনি তাঁদের এত মূল্যায়ন করেন, আর তারা সবাই
অন্যের মূল্যায়ন পাবার আশায় চলে,
কি দরকার আপনার এত চিন্তা করার.........??

.... স্রষ্টার কাছেও এজন্য হয়ত আমি এত অপ্রিয়। তারপরও আমি কৃতজ্ঞ।
স্রষ্টার সৃষ্টি আর স্রষ্টার রীতি সবই জটিল......??? 




1 টি মন্তব্য:

  1. স্রষ্টার কাছেও এজন্য হয়ত আমি এত......!! আল্লাহর রহমত থেকে
    নিজেকে দূরে রাখতে নেই । change your brand and change your life.

    উত্তরমুছুন