পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

অভিষেকেই ইতিহাস গড়লেন হাসান



 
ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতক করেছেন আবুল হাসান রাজু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে ১০০ রানে ব্যাট করছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে দশ নম্বরে চতুর্থ ক্রিকেটার হিসেবে শতক করেছেন হাসান। ১৮৮৪ সালে ইংল্যান্ডের ওয়াল্টার রিড (১১৭) প্রথম দশ নম্বরে শতক করেন। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার রেগি ডাফ (১০৪) দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দশ নম্বরে শতক করেন। হাসানের মতো তার শতকটিও এসেছিল অভিষেকেই। সর্বশেষ ১৯৯৭-৯৮ মৌসুমে ১০৮ রান করেন দক্ষিণ আফ্রিকার প্যাট সিমকক্স।

বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের লজ্জা দেয়া হাসানের ১০৮ বলের ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

শাহাদাত হোসেনের বদলে খুলনায় জীবনের প্রথম টেস্ট খেলতে নামেন এর আগে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা এই পেসার। দেশের ৬৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছেন তিনি। ৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই পেসারের অর্ধশতক একটিই (৬১)।

চা-বিরতির পরপরই ১৯৩ রানে অষ্টম উইকেটের পতনের পর মাঠে নামেন ২০ বছর বয়সী হাসান। শুরেেু কই িিঅত বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি এই ব্যাটসম্যান।

প্রথম অর্ধশতকে পৌঁছাতে খেলেন ৫৫ বল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান তিনি। পরের অর্ধশতকটি আসে ৫১ বলে। সুনীল নারায়ণের করা দিনের শেষ ওভারের চতুর্থ বলটি ফ্লিক করে দুই রান নিয়ে ১১০ বছরের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে দশম ব্যাটসম্যান হিসেবে শতকে পৌঁছান তিনি।

বাংলাদেশের হয়ে অভিষেকে এর আগে আমিনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল শতক করেন। আমিনুল ভারতের বিপক্ষে ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ও আশরাফুল ২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে শতক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৭৫৫ ঘ.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন